সারাদেশ

নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা

নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নিয়েছেন স্বজনেরানড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা

নড়াইল সদর উপজেলায় চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম বিল্লাল শেখ (৫০)। তিনি সদর উপজেলার গোবরা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি মামলায় সম্প্রতি বিল্লাল শেখকে ২ মাসের কারাদণ্ড ও ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়া বিল্লালের বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। গতকাল সন্ধ্যার একটু আগে সদর থানার পুলিশের টহল দল গোবরা বাজার এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করে। আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে অবরোধ তৈরি করেন আসামির স্বজনেরা। পরে পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।

আজ রোববার সকাল নয়টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক:

Leave a Reply