জাতীয়

মিরপুরে এক বাসায় আগুনে তিন শিশুসহ ৭ জন দগ্ধ

মিরপুরে এক বাসায় আগুনে তিন শিশুসহ ৭ জন দগ্ধমিরপুরে এক বাসায় আগুনে তিন শিশুসহ ৭ জন দগ্ধ

রাজধানীর মিরপুর–১১ নম্বর এলাকার একটি বাসায় আগুনে তিন শিশুসহ মোট সাতজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ ব্যক্তিদের রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর–১১ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের বরাত দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সূত্র জানায়, আজ ভোরে রান্নাঘরে লাগা আগুনে তাঁরা দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে এক পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন খলিল (৪০), তাঁর স্ত্রী রুমা (৩২), তাঁদের তিন সন্তান আবদুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। অন্য একটি পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) ও তাঁর স্ত্রী স্বপ্না (২৫)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে খলিলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রুমার শরীরের ২০ শতাংশ, আবদুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ, শাহজাহানের ৬ শতাংশ ও স্বপ্নার ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply