বগুড়ায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ব্যক্তির নাম তারেক (৪০)। তিনি শহরের মালগ্রাম চাপড়পাড়ার এলাকার আলী আজমের ছেলে। তারেক কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, শনিবার সকালে তারেক নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হলে দুর্বৃত্তরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে। এ সময় তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ী তারেককে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন জানান, শহরের কলোনিতে তারেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।