সারাদেশ

হাতকড়া হাতে বাবার জানাজা ও দাফনে ছাত্রলীগ নেতা

বগুড়ার সারিয়াকান্দিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন গোলাম রব্বানী নামের এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গোলাম রব্বানী উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে। তিনি সারিয়াকান্দি উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানীকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে সারিয়াকান্দি থানা পুলিশ। গতকাল বুধবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গোলাম রব্বানীর বাবা হেলাল প্রামাণিক মারা যান।

এদিকে বাবার জানাজায় অংশ নিতে গোলাম রব্বানীকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি পাওয়ার পর তাকে কড়া পুলিশ পাহারায় তার গ্রামের বাড়িতে এনে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ। এরপর জানাজা শেষে তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হলে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply