সারাদেশ

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যুচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. জুবায়ের (৬) ও জুনায়েদ (৬) নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার দক্ষিণ পিংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া জুবায়ের ও জুনায়েদ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পিংড়া গ্রামের প্রবাসী শরিফ খানের ছেলে। তারা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সাঁতার জানত না।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল সাড়ে পাঁচটায় পরিবারের সদস্যদের অগোচরে ওই দুই শিশুসন্তান বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা সন্ধ্যা ছয়টার দিকে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে স্বজনেরা চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, পানিতে ডুবে একই পরিবারের যমজ দুই ভাইয়ের মৃত্যুতে ওই পরিবার ও আশপাশের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

নিউজ ডেস্ক:

Leave a Reply