প্রযুক্তি

মহাকাশে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করলেন আইজ্যাকম্যান

মহাকাশে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করলেন আইজ্যাকম্যানমহাকাশে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করলেন আইজ্যাকম্যান

মার্কিন উদ্যোক্তা এবং ইলেকট্রনিক পেমেন্ট প্রতিষ্ঠান শিফট ৪-এর প্রতিষ্ঠাতা জ্যারেড আইজ্যাকম্যান সম্প্রতি বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। গত মাসে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ‘পোলারিস ডন’ মিশনের অংশ হিসেবে তিনি একজন অপেশাদার মহাকাশচারী হিসেবে মহাকাশে হাঁটার সুযোগ পান। এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ পূর্বে কেবল সরকারি মহাকাশ সংস্থাগুলোর মাধ্যমে প্রশিক্ষিত মহাকাশচারীরাই এমন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতেন।

আইজ্যাকম্যানের এই অভিযানে প্রশিক্ষিত মহাকাশচারীদের তুলনায় ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল, যা তাকে একজন অপেশাদার মহাকাশচারী হিসেবে আলাদা স্বীকৃতি এনে দেয়।

মহাকাশে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আইজ্যাকম্যান বলেন, পৃথিবীর দিকে তাকানোটা নিঃসন্দেহে একটি বিশেষ মুহূর্ত ছিল। কিন্তু যখন পাশের দিকে তাকাই, তখন মহাকাশের নিঃসীম অন্ধকার দেখতে পাই। সেই অন্ধকারে বিপদ ও অনাকাঙ্ক্ষিত অনুভূতিগুলোকে কোনো প্রতিবন্ধকতা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। মহাকাশের পরিবেশ সত্যিই কঠিন।

এই অভিজ্ঞতাকে তিনি আটলান্টিক মহাসাগর অতিক্রম করা অভিযাত্রীদের যাত্রার সঙ্গেও তুলনা করেছেন।

সেপ্টেম্বর মাসে পাঁচ দিনের মিশন শেষে পোলারিস ডন মিশনের চারজন সদস্যের সঙ্গে জ্যারেড আইজ্যাকম্যানও নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই মিশনে আইজ্যাকম্যান ও স্পেসএক্সের প্রকৌশলী সারাহ গিলিস প্রথমবারের মতো অপেশাদার মহাকাশচারী হিসেবে মহাকাশে হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন।

Leave a Reply