প্রযুক্তি

ইন্টেল পণ্যের নিরাপত্তা পর্যালোচনার আহ্বান চীনা সাইবার সংস্থার

ইন্টেল পণ্যের নিরাপত্তা পর্যালোচনার আহ্বান চীনা সাইবার সংস্থারইন্টেল পণ্যের নিরাপত্তা পর্যালোচনার আহ্বান চীনা সাইবার সংস্থার

চীনে বিক্রীত ইন্টেল করপোরেশনের পণ্যের নিরাপত্তা পর্যালোচনার আহ্বান জানিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব চায়না (সিএসিএসি)। চীনের এই সাইবার নিরাপত্তা সংগঠন যুক্তরাষ্ট্রের এই চিপ নির্মাতার বিরুদ্ধে ‘চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের ক্ষতি’ করার অভিযোগ তুলেছে।

সিএসিএসি নামের এই সাইবার নিরাপত্তা সংগঠনটির সঙ্গে চীন সরকারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ফলে তাদের এমন শঙ্কা ও উদ্বেগ প্রকাশের জন্য চীনের বাজারে ইন্টেলের পণ্য নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। এ ছাড়া বিশ্লেষকদের ধারণা, ইন্টেলের আয়ের বড় একটি অংশ আসে চীনা বাজার থেকে। তাই এ ধরনের পদক্ষেপ ইন্টেলের জন্য আর্থিক ঝুঁকির কারণ হতে পারে।

গত বুধবার নিজেদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে একটি দীর্ঘ বার্তায় ইন্টেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে সিএসিএসি। এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপনের ফলে চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়নার (সিএসি) মাধ্যমে ইন্টেলের পণ্যের ওপর নিরাপত্তা পর্যালোচনার পথ উন্মুক্ত হতে পারে।

অবশ্য এ বিষয়ে ইন্টেল ও সিএসি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সিএসিএসি বলেছে, চীনের জাতীয় নিরাপত্তা ও ভোক্তাদের অধিকার সুরক্ষার স্বার্থে চীনে ইন্টেলের পণ্যের ওপর একটি নেটওয়ার্ক নিরাপত্তা পর্যালোচনা চালানো প্রয়োজন। গত বছর সিএসির নিরাপত্তা পর্যালোচনায় নেতিবাচক ফলাফলের কারণে যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ নির্মাতা মাইক্রোন টেকনোলজি ইনকরপোরেটেডের পণ্য কেনার ক্ষেত্রে চীনা অপারেটরদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একই ধরনের পর্যালোচনা যদি ইন্টেলের ওপর কার্যকর হয়, তবে চীন থেকে ইন্টেলের আয়ের বড় অংশ ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে চীনের সামরিক প্রযুক্তির আধুনিকায়ন রোধে ওয়াশিংটনও দেশটির চিপ নির্মাণ সরঞ্জাম ও যন্ত্রাংশে সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে প্রযুক্তি পণ্য ব্যবহারে রাষ্ট্রীয়ভাবে বিপরীতমুখী অবস্থানে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এজে বেলের বিনিয়োগ–বিশ্লেষক ড্যান কোটসওয়ার্থ বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অত্যন্ত নাজুক। বাণিজ্য ও শুল্ক–সংক্রান্ত বিধিনিষেধ যত বাড়বে, পাল্টা নিষেধাজ্ঞার আশঙ্কাও ততই বাড়বে।

সিএসিএসি তাদের বার্তায় উল্লেখ করেছে, ইন্টেলের চিপে একাধিক দুর্বলতা রয়েছে। এমনকি জিওন প্রসেসরের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত চিপেও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি রয়েছে। ফলে ইন্টেল ‘গ্রাহকদের প্রতি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মনোভাব’ দেখাচ্ছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া ইন্টেলের প্রসেসরে এমবেড করা অপারেটিং সিস্টেমগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহের পথ তৈরির জন্য ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে। সিএসিএসি বলছে, ফলে চীনসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে। চীনের জাতীয় নিরাপত্তার জন্য ইন্টেলের পণ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ।

Leave a Reply