সারাদেশ

ভারতে পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী।

সোমবার বিকালে (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপসহ এই মাছ আটক করা হয়। এ সময় পাচারে অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভূইয়া ছেলে।

এ ব্যাপারে ক্যাপ্টেন সানিউল আলম গণমাধ্যমকে বলেন, পাচারের উদ্দেশ্যে পিকআপভ্যানে ইলিশ নিয়ে যাচ্ছে একটি চোরচক্র। গোপন সংবাদে পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পিকআপভ্যান ভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ ও একজনকে আটক করেছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply