খেলাধুলা

বিতর্কিত হওয়ার দায় ক্রিকেটার সাকিবের একার না, বিসিবির পুরোনো কমিটিরও

ক্রিকেটার সাকিবের বিতর্কিত হয়ে ওঠার দায় শুধু তার একার না, বিসিবির পুরনো কমিটিকেও দিয়েছেন সাবেকরা। রাজনীতিতে না জড়ালে আরও দীর্ঘ হতে পারতো টেস্ট ক্যারিয়ার। নিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চান ঘরের মাঠে খেলে টেস্টে বিদায় নিক সাকিব।

এমন দিনও দেখতে হলো সাকিব আল হাসানকে! দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ অলরাউন্ডার। মিরপুর টেস্ট দিয়ে বিদায় চান এ ফরম্যাট থেকে। বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি। তবে ব্যক্তি সাকিবের দায়িত্ব নিতে চায় না বোর্ড।

তাহলে কী কানপুর টেস্টেই শেষ? সাকিবের গুরু নাজমুল আবেদীন দিয়েছেন সে ইঙ্গিত।

বাংলার পোস্টার বয় সাকিব। তারপরও ক্যারিয়ারে জুড়ে বিতর্ক সঙ্গী। রাজনীতিতে যোগ দেয়ায় তীব্র হয়েছে রোষানল। স্বৈরাচার সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামি। দেশের ইতিহাসে সেরা ক্রিকেটারের এমন পরিণতির পেছনে দায় বিসিবিকেও দিয়েছেন সাবেক ক্রিকেটাররা।

Leave a Reply