সারাদেশ

সাভার-আশুলিয়ায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাসন ডেল্টার মোর এলাকায় সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার থানা যুবদলের সাবেক সভাপতি মো: গোলাম হোসেন ডালিম, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এমদাদ, এবং সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোতালেব। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply