জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রেলওয়ের পশ্চিমান্ঞল বিভাগের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের রেলগেট এলাকায় রেললাইনের দুপাশের বিভিন্ন অর্ধশত অবৈধ দোকানপাট ও স্থাপনা, উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাকশী রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।
এছাড়া জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল ও কানুর্নগো সাজ্জাদুল ইসলাম এসময় উপস্থি’ত ছিলেন। এ অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।