সারাদেশ

গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধারগোবিন্দগঞ্জে নিখোঁজের চার দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর আজ রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মহিম বাবু (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার খুকশিয়া এলাকায় নলেয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহিমের বাড়ি উপজেলার নাকাইহাট ইউনিয়নের খুকশিয়া গ্রামে। সে ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। শিশুটি গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল।

থানা-পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহিম বাবু নিখোঁজ হয়। এর পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন আজ বিকেলে বাড়ির পাশে নলেয়া নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্বজনকে খবর দেন। সন্ধ্যায় পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি মহিমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, পানিতে পড়ে শিশু মহিমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

নিউজ ডেস্ক:

Leave a Reply