সারাদেশ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রাক, আহত ৫

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি মিনি ট্রাক। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর কাদিরগঞ্জের দড়িখরবোনা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার সহিদুর রহমানের ছেলে বাবর আলী (৩২), মশিউর রহমানের ছেলে সহিদুর রহমান (৪০), আশরাফ আলীর ছেলে সৈয়দ আলী (৪০), চাঁপাইনবাবগঞ্জ সদরের মো. নুরনবীর ছেলে শামিম হোসেন (৩০) ও আব্দুল নুর (৪৫)।

রাজশাহী রেলওয়ে থানার (জিআরপি) সাব-ইন্সপেক্টর মেহেদি হাসান বলেন, আয়আর নামের একটি লোকাল ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর যাচ্ছিল। এ সময় দড়িখরবোনা রেলক্রসিংয়ে একটি মিনি ট্রাক রেললাইনের উপরে চলে আসে। এতে ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় ট্রাকে থাকা পাঁচজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply