সারাদেশ

লেবাননে নিহত বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম

লেবাননে নিহত বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতমলেবাননে নিহত বাংলাদেশির গ্রামের বাড়িতে শোকের মাতম

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত বাংলাদেশি নিজাম উদ্দিনের বাড়িতে বইছে শোকের মাতম।তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে।

নিজামের পরিবারের সদস্যরা জানান, দুই ভাই ও তিন বোনের মধ্যে নিজাম ছিল সবার ছোট। নিজামের যখন ৬ বছর তখন তার বাবা মারা যান। পরিবার ছিল অসচ্ছল। ফলে ঋণ করে মা-কে বাড়িতে রেখে একযুগ আগে জীবিকার তাগিদে লেবানন যান নিজাম। সেখানে নানা জটিলতায় ১২ বছরেও নিজ বাড়িতে ফিরতে পারেননি তিনি।

তারা আরও জানান, লেবাননে থাকা অবস্থায়ই মারা যান তার মা। নিজের মায়ের মরদেহটিও দেখতে পারেননি নিজাম। সম্প্রতি দেশে ফিরে বিয়ে করার কথা ছিল নিজামের। পরিবারও তার অপেক্ষায় ছিল। তবে এখন তারা অপেক্ষা মরদেহের অপেক্ষা করছেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিও জানায় তার পরিবার।

এর আগে, শনিবার (২ নভেম্বর) লেবানন প্রবাসী মোহাম্মদ নিজাম বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থান নেয়। এ সময় বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ বর্তমানে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রয়েছে।

এদিকে, নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি নিহতের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান।

Leave a Reply