২০২৫ আইপিএলের জন্য বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস। যার অর্থ, আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তাঁর। একইভাবে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে শ্রেয়াস আইয়ারকেও। সর্বশেষ আসরে আইয়ারের নেতৃত্বেই এক দশক পর ট্রফি জিতেছিল কলকাতা।
মোস্তাফিজ, আইয়ারের মতো সামনের আইপিএল নিলামে দল পাওয়ার অপেক্ষায় থাকতে হবে জস বাটলার, ঋষভ পন্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। আইপিএলের পরবর্তী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল আজ। প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।
আইপিএলের পরবর্তী আসর শুরুর আগে এবার হবে মেগা নিলাম। প্রতিটি দল মোট ১২০ কোটি রুপির খেলোয়াড় কিনতে পারবে। এর মধ্যে যাঁদের ধরে রাখা হবে, তাঁদের দাম বাদ পড়বে। যে কারণে যাঁকে না রাখলেই নয়, এমন খেলোয়াড় ছাড়া অন্যদের রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার কিছু খেলোয়াড় বেশি অর্থ চেয়েছেন, কিন্তু ক্লাব রাজি না হওয়ায় দুই পক্ষ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিটি দলের পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল। কিন্তু ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে মাত্র দুটি ছয়জন রেখেছে। বাকিদের কেউ রেখেছে পাঁচজন, কেউবা চারজন। উদ্দেশ্য, নিলাম থেকে খেলোয়াড় কেনা। এ জন্য সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি রেখে দিয়েছে পাঞ্জাব কিংস।