খেলাধুলা

সাগরিকায় উইকেট খরায় বাংলাদেশ, জর্জি-স্টাবসের জোড়া সেঞ্চুরি

সাগরিকায় দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ের চাপা পড়ছে বাংলাদেশ। স্টাবসকে ফেরানো গেলেও পাঁচ বোলার ব্যবহার করেও প্রথম দিনে ফেরানো যায়নি ১৪১ রান করা জর্জিকে। প্রথম দিন শেষে প্রোটিয়াদের দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩০৭ রান।

ক্যারিয়ারের পঞ্চম টেস্টে এসে প্রথম সেঞ্চুরি করা ট্রিস্টান স্টাবস ফিরেছেন ১০৬ রানে। তার আগে প্রথম সেশনে সাজঘরে ফেরা অধিনায়ক আইডেন মার্করাম করেছিলেন ৩৩ রান। বাংলাদেশের পক্ষে ২টি উইকেটই শিকার করেছেন স্পিনার তাইজুল ইসলাম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০৩ বলে ৬৯ রানের সূচনা করে দক্ষিণ আফ্রিকা। অবশ্য দলীয় ২৫ রানে ভাঙতে পারতো প্রোটিয়াদের উদ্বোধনী জুটি।

ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্জির ক্যাচ ধরতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। তখন জর্জির নামের পাশে ৬ রান ছিল।

অবশেষে ১৮তম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। উইকেট ছেড়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে নেন অধিনায়ক আইডেন মার্করাম। মিড অনে সহজ ক্যাচ নেন মমিনুল হক। ২টি চারে ৫৫ বলে ৩৩ রান করেন মার্করাম।

এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন জর্জি। দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে চা-বিরতিতে যান জর্জি ও স্টাবস। এ জুটিতেই ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান জর্জি।

৮টি চার ও ২টি ছক্কায় ১৫২ বলে জর্জি ১০১ রানে এবং ৩টি চার ও ১টি ছক্কায় স্টাবস ৬৫ রানে অপরাজিত ছিলেন। বিরতি থেকে ফিরে স্টাবসও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। তবে ব্যক্তিগত ১০৬ রানে তাইজুলের দ্বিতীয় শিকার করে সাজঘরে ফিরেন তিনি।

স্টাবসের ১৯৮ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কার মারে সাজানো ছিল। স্টাবস ফিরে গেলেও রানা চাকা সচল রেখেছেন জর্জি। আলোস্বল্পতায় ৮১ ওভারে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ১৪১ রান জর্জি অপরাজিত রয়েছে। তার সাথে ব্যাট হাতে ১৮ রানে অপরাজিত রয়েছেন ডেভিড বেডিংহ্যাম।

বাংলাদেশের পক্ষে পাওয়া দুটি উইকেটই শিকার করেছেন তাইজুল ইসলাম। প্রথম দিন দুই স্পিনার ও দুই পেসার ছাড়াও বাড়তি বোলার হিসেবে মমিনুল হককে দিয়েও বল করিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সবাই ছিলেন উইকেট শিকারে ব্যর্থ।

নিউজ ডেস্ক:

Leave a Reply