সারাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরায় দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম ও ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিদ্দিক মণ্ডল (৫৫), মোস্তফা মণ্ডল (৫০), বাদশা মণ্ডল (৪৫), ইমরান মণ্ডল (২০), আলম মণ্ডল (৩৫), ওমর (৩০), আল আমিন (৩৭) ও জলি খাতুনসহ অন্তত ১০ জন।

পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম মোল্লা ও আওয়ামী লীগ নেতা ইউসুফ মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিলো। এর জেরে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর পক্ষে অবস্থান নেয়। এতে তাদের সমর্থকরাও দুটি গ্রুপে বিভক্ত হয়। এর ফলে স্থানীয় নবগ্রাম বাজারে হালিম চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাঙচুর করলে চরম উত্তেজনা দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ইউসুফ মণ্ডলের সমর্থক বলে পরিচিত আশরাফ মোল্লা ও সাইদুল বিশ্বাসের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে হালিম মোল্লা গ্রুপের সমর্থক আলাউদ্দিন মেম্বারের লোকজন। এতে পরিস্থিতি থমথমে হয়ে উঠে। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে নবগ্রাম স্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা ছত্রভঙ্গ হয়ে গ্রামে ঢুকে প্রতিপক্ষের দোকানপাটসহ অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৗতম ঠাকুর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply