জেলার আত্রাই উপজেলার ০৬ নং মনিয়ারী ইউনিয়নের নিকটস্থ মমিয়ারী গ্রামে এক মেয়েকে দিয়ে কৌশলে একটি ছেলে ও তার পরিবারকে ফাঁসিয়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।এই নেক্কার জনক ঘটনাটি ঘটিয়েছে স্থানীয় বিএনপির ও আ.লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে।
খোঁজা নিয়ে জানাযায়,গাইবান্ধা জেলার শ্রীমতি মনিকা (২২) পিতা শ্রীঃ অনিল কুমার, সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে,আত্রাই উপজেলার ০৬ নং মনিয়ারী ইউনিয়নের শ্রীঃ সষ্টি কুমার (২৪),পিতা শ্রীঃ ওমোনাথ কুমর,সাং মনিয়ারী,আত্রাই, নওগাঁ, সাথে।
সেই সম্পর্কের জেরে মেয়েটি বিয়ের দাবিতে গত মঙ্গলবার ১৫ অক্টোবর ছেলেটির বাড়ীতে এসে অনশন শুরু করে।বিষয়টি জানাজানি হলে সমাধান করার জন্য বিনে দাওয়াতে ছুটে আসে ১.মো.বাদল ৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক, ২ মো.আনোয়ার হোসেন ৬নং মনিয়ারী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, ৩.মো.আনোয়ার ৭নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক, ৪.মো.সুমন ৭নং ওয়ার্ড বিএনপি সদস্য ৫.মো.মাবু ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদকসহ আরও অনেকেই।
কৌশলে তারা মেয়েটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ছেলের পরিবারের কাছে প্রথম ধাপে ৫০ হাজার টাকা দাবি করে এই মর্মে মেয়েটিকে ছেলের বিয়ে করতে হবে না।তারা মেয়েটিকে তার বাড়ীতে (গাইবান্ধা) পাঠিয়ে দিবে।এতে ছেলের পরিবার রাজি না হলে তারা মেয়েটিকে নওদুলী গ্রামের আলিম এর বাড়ীতে রাতে রাখেন।
এর মাঝে ছেলের পরিবারের সাথে রফাদফা সম্পূর্ণ হয় ৪০ হাজার টাকায়।তারা মেয়েটিকে ২ হাজার গাড়ী ভাড়ার টাকা দিয়ে জোড়পূর্বক এলাকা থেকে তাড়িয়ে দেয়।আর বাকি ৩৮ হাজার টাকা আওয়ামিলীগ ও বিএনপির স্থানীয় নেতারা ভাগবাটোয়ারা করে নেয়।বিষয়টি জানা জানি হওয়ার পর তাদের এমন নেক্কারজনক কর্মকাণ্ডের কারণে বিপাকে পড়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।
এ বিষয়ে থানা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলা হলে, উনারা জানান আমরা ঘটনাটি শুনেছি। উক্ত ইউনিয়নের বিএনপির একাধিক নেতাকর্মীরা আমাদের ফোন দিয়ে বিষয়টি অবগত করেছেন।তবে ঘটনাটির সত্যতা প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।আমরা কখনোই এমন ব্যক্তিদের বিএনপির মতো আদর্শিক দলে আশ্রয়-প্রশ্রয় দেবো না।
এ বিষয় নিয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ এর সাথে কথা বলা হলে উনি বলেন,বিষয়টি সম্পর্কে আমি অব্যাহত নই।এমনকি কেউ আমায় ফোন দিয়ে ও বিষয়টি অবগত সম্পর্কে অবগত করেনি।ভুক্তভোগী মেয়েটিও আমার কাছে আসেনি, যদি আসতো আমি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম।