সারাদেশ

নিখোঁজ রাবেয়াকে আট দিনেও উদ্ধার করতে পারেনি কাশিমপুর থানা পুলিশ

গাজীপুরের কাশিমপুর বারেন্ডা এলাকা ৭ বছরের এক শিশু নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের ৮ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। তার পরিবার বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে বেড়াচ্ছে।
একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ তার মা
নিখোঁজ রাবেয়া আক্তার বারেন্ডা, কাঠাল তলা, ০৩নং ওয়ার্ড, নূর আলম এর বাড়ীর ভাড়া বাসায় মা বাবার সাথে থাকতেন তার বাবা ও মা পোশাক শ্রমিকের কাজ করে। তাদের গ্রামের বাড়ি ইন্দ্রাশন, ইউনিয়ন-ইটালী, থানা-সিংড়া, জেলা-নাটোরে।

নিখোঁজের বাবা উজ্জল মিয়া বলেন আমার মেয়ে মোসাঃ রাবেয়া আক্তার (৭ বছর) জামিয়া মাদানিয়া রাহাতুল জান্নাত মাদ্রাসায় ১ম শ্রেনীতে পড়ালেখা করে। প্রতিদিনের মতন সকাল ০৮.০০ ঘটিকার সময় বাসা হইতে বের হয়ে কাশিমপুর থানাধীন বারেন্ডা কাঠালতলা জামিয়া মাদানিয়া রাহাতুল জান্নাত মাদ্রাসায় যাইয়া পরে বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় বাসায় যাওয়ার সময় বাসায় আর ফিরে আসেনি ।

আমরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পায়নি । কোথাও খুঁজে না পেয়ে আমরা নিকটতম কাশিমপুর থানায় গিয়ে একটি সাধারন ডায়েরী করি । যাহা নং- ২৪২, তাং-০৬/১০/২০২৪ ইং। গত ০৮ দিন পার হলেও পুলিশ কোন তথ্য দিতে পারেনি । আমার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে আমরা জানি না। আমার মেয়ের সন্ধান চাই।
এ বিষয়ে কাশিমপুর থানার এস আই তুহিন মিয়া বলেন আমরা রাবেয়াকে উদ্ধার করতে চেষ্টা করছি কোন সূত্র পেলেই আমরা তাকে উদ্ধার করতে পারব।

Leave a Reply