রাজধানীর মিরপুর ১ নাম্বারে অবস্থিত ‘মুক্তবাংলা বহুমুখী কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ এর ত্রি-বার্ষিক নির্বাচন চলাকালীন সমবায় থেকে বানচাল ঘোষনা করেন।
শনিবার ৫ অক্টোবর রাজধানীর মিরপুরে মুক্তবাংলা বহুমুখী কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে এই নির্বাচন শুরু হয়। এতে মোট ভোটার সংখ্যা ২৩৩ জন। নির্বাচনে দুটি প্যানেলে ১৮ জন এবং ১ জন স্বতন্ত্রসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে জুম্মান, শাহজাহান, মিজানুর পরিষদে সভাপতি পদে আব্দুল হামীদ জুম্মান, সহসভাপতি শাহজাহান দাদা, সম্পাদক মিজানুর রহমান, সহসম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুর রহমান তুহিন, এছাড়াও পরিচালক পদে এস এম আমিন উদ্দিন আমিন, নজরুল ইসলাম নাসির, মজিবুর রহমান ও মোহাম্মদ আবু সাইদ চৌধুরী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন।
অন্য পরিষদে কালাম, আক্কাস, শাহ্জাহান পরিষদে সভাপতি পদে এ্যাডভোকেট আবুল কালাম, সহ-সভাপতি আক্কাস আল, সম্পাদক ঢালী শাহ্জাহান, সহসম্পাদক সুলতান মাহমুদ অপু মোল্লা, কোষাধ্যক্ষ আব্দুল গোফরান, এছাড়াও পরিচালক পদে সোহরাব হোসেন, মাহবুবুর রহমান, আল-আমিন চৌধুরী ও মোবারক হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মোঃ সোহরাব হোসেন শুভ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালীন বেলা একটা ত্রিশ মিনিটের সময় বৈষম্যছাত্র আন্দোলনকারীরা এসে নির্বাচনে বন্ধ করে দেন।
নির্বাচান বন্ধের কারন জানতে চাইলে ছাত্ররা জানান আব্দুল হামীদ জুম্মান পরিষদের সভাপতি পদপ্রার্থী আব্দুল হামীদ জুম্মান এবং আপরজন হলো এ্যাডভোট আবুল কালাম পরিষদের সভাপতি পদপ্রার্থী এ্যাডভোট আবুল কালাম দুইটি পরিষদের সভাপতি পদের প্রার্থীরা বৈষম্যছাত্র আন্দোলেনের সময় ছাত্র হত্যা মামলার আসামী।