সারাদেশ

বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনীর জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ময়মনসিংহ ও শেরপুর জেলার বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় মানুষদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল।

গত বুধবার ০৯ অক্টোবর ২০২৪ তারিখে ময়মনসিংহ জেলার ২ টি ও শেরপুর জেলার ৪ টি উপজেলায় বন্যা দূর্গতদের চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণসামগ্রী বিতরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে সদর দপ্তর আর্টডক ও ১৯ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ। সেনাবাহিনী কর্তৃক ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাসমূহ হতে ৮৭৯ জন পানিবন্দি মানুষকে উদ্ধার, ৮৪২ জনকে চিকিৎসা সেবা প্রদান, ৬৫০০ প্যাকেট শুকনো খাবার ও ১৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগের সময় মানুষের সহায়তায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply