খেলাধুলা

বাংলা টাইগার্সের আইকন সাকিব, খেলবেন রশিদও

আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। এর আগে ষষ্ঠ আসরেও আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি।

এছাড়া প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। তৃতীয় আসরে প্রথমবার খেলতে নেমে টেবিলের তিনে থেকে শেষ করে তারা।’

সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা।

Leave a Reply