পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের এই সুখবর জানিয়েছেন তিনি।
ফেসবুকে মোস্তাফিজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য প্রার্থনা করবেন।’
পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ‘পারিবারিক কারণ’টা কী, জানা গেল আজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন তিনি।
২০১৯ সালে সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন কাটার মাস্টার হিসেবে খ্যাত মোস্তাফিজ। এই দম্পতির এটাই প্রথম সন্তান।