সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় কামাল মজুমদারকে।
শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনকালে হত্যাকাণ্ডে কাফরুল থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
কামাল আহমেদ মজুমদার দীর্ঘদিন ধরে রাজধানীর একটি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। ২০১৮ সালের নির্বাচনের পর তাকে শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা। তবে ওই সরকারের মেয়াদের শেষভাগে এসে তিনি দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
২০২৪ সালের নির্বাচনের পর গঠিত সরকারে জায়গা হয়নি কামাল মজুমদারের। তার বিরুদ্ধে মনিপুর স্কুল এন্ড কলেজে ব্যাপক দুর্নীতির অনিয়ম রয়েছে, এছাড়া বিভিন্ন সময় দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।