সারাদেশ

শ্রীপুরে আগুনের তাণ্ডব: পুড়ে গেছে ২০টি বসতঘর

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের কবির হোসেন সরকারের বাড়িতে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে ঘুমন্ত মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, আগুন দেখে দ্রুত নিরাপদ স্থানে সরে যান অনেকেই।

শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাওনা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুনের ছড়ানো আগুন নিয়ন্ত্রণ করা হয়।

বাড়ির মালিক কবির হোসেন সরকার বলেছেন, “ভোররাতে হঠাৎ করে কীভাবে আগুন লাগলো, বুঝতে পারিনি।”

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, “আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব নয়, তবে এটি নিশ্চিত যে কোন হতাহতের ঘটনা ঘটেনি।”

স্থানীয়দের মধ্যে এই অগ্নিকাণ্ডের কারণে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, এবং তারা সরকারের সহায়তা কামনা করছেন যাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করা হয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply