খেলাধুলা

দুঃসংবাদ পেল বার্সেলোনা

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমের শুরি থেকেই দুর্দান্ত খেলছে বার্সেলোনা। নতুন মৌসুমের প্রথম ৫ ম্যাচেই জয় পাওয়া কাতালান ক্লাবটি গতকাল রাতে খেলতে নেমেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। রবার্ট লেভানডভস্কি-রাফিনহার জোড়া গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছড়েছে ফ্লিকের দল। তবে টানা ছয় ম্যাচ জিতয়েও বার্সা শিবিরে দুঃসংবাদ।

ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন টের স্টেগেন। এবার আশঙ্কা করা হচ্ছে গুরুতর হাঁটুর ইনজুরিতে আট মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন তিনি। যদি তা হয় তবে এই মৌসুমে আর মাঠে নামা হবে না জার্মান এই গোলরক্ষকের।

স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যম জার্মান গোলরক্ষকের চোট নিয়ে জানিয়েছে, হাঁটুর টেন্ডন ছিঁড়ে যাওয়ায় কমপক্ষে ৭ থেকে ৮ মাস টের স্টেগেনকে মাঠের বাইরে থাকতে হবে।

গতকাল ভিয়ারিয়ালের ফরোয়ার্ড নিকোলাস পেপের শট কর্নারের মাধ্যমে রুখে দেন স্টেগেন। সেই কর্নারই তার কাল হয়ে দাঁড়ায়। প্রতিপক্ষের এক খেলোয়াড় কর্নার কিক নিলে শুন্যে লাফ দিয়ে বল ধরে মাটিতে নামার সময় হাঁটুতে প্রচন্ড ব্যথা পান তিনি। এতটাই যে, পরে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। এমনকি ম্যাচ শেষে হুইল চেয়ারের সহায়তা হাসপাতাল ছাড়েন ৩২ বছর বয়সী গোলরক্ষক।

ম্যাচ শেষে শিষ্যর চোট নিয়ে কোচ হান্সি ফ্লিক বলেছেন,‘তার চোট আমাদের হতাশ করেছে। আমি মনে করি তার চোট গুরুতর। তবে চোটের অবস্থা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’ আজ টের স্টেগেনের অস্ত্রোপচার করানোর কথা নিশ্চিত করেছে বার্সা।

নিউজ ডেস্ক:

Leave a Reply