জাতীয়

শত বছরের স্বপ্ন (কাউন্দিয়া ব্রিজ) পূরণে শান্তিপূর্ণ মানববন্ধন

ঢাকা জেলার সাভার উপজেলাধীন কাউন্দিয়া ইউনিয়ন টি প্রশাসনিকভাবে সাভার উপজেলা নিয়ন্ত্রণাধীন হলেও উক্ত ইউনিয়নটি ঢাকা ১৪ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যার দূরত্ব মাত্র ২০০ মিটার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও কাউন্দিয়া ইউনিয়নের অন্তর্ভুক্তি এই ২০০ মিটার দিয়ে বয়ে চলেছে তুরাগ নদী। ইতিহাস পর্যালোচনা করে জানা যায় অত্র ইউনিয়নে প্রায় ৪০০ বছর ধরে ধীরে ধীরে বিশাল জনবসতি গড়ে উঠেছে। অত্র ইউনিয়নে বর্তমানে প্রায় 2 লক্ষ লোকের বসবাস, যেখানে প্রায় ৪০ হাজার পরিবার বসবাস করে। অত্র ইউনিয়ন টি ঢাকার মধ্যে এক খন্ড দ্বীপ হিসেবে পরিচিত কেননা ইউনিয়নটি চারপাশ দিয়েই নদী বেষ্টিত। অত্র ইউনিয়নে নেই কোন উন্নত মানের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এর সুযোগ সুবিধা, এক কথায় নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা থেকেই প্রায় বঞ্চিত অত্র ইউনিয়নের প্রায় দুই লক্ষ মানুষ। এই ইউনিয়নবাসীর স্বপ্ন অত্র ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঝে সেতুবন্ধন তৈরি করার জন্য একটি সেতু। যা কাউন্দিয়া সেতু হিসেবে পরিচিত। কাউন্দিয়া ইউনিয়নবাসীর এই স্বপ্ন পূরণে ২০১৫ সালে উক্ত ব্রিজ টি একনেকে পাশ হয়। পরবর্তীতে কোন এক অদৃশ্য কারণে উক্ত ব্রিজের কাজ অনগ্রসর থেকে যায়। এখানে উল্লেখ্য যে তৎকালীন সময়ে সারা বাংলাদেশ একসাথে 35টি ব্রিজ আপনাকে অনুমোদন হওয়া সত্বেও বাকি ৩৪ টি ব্রিজ বাস্তবায়িত হলেও ,যার মধ্যে ৯ নম্বরে অবস্থিত কাউন্দিয়া ব্রিজ টি  অবাস্তবায়িত রয়ে যায়, পরবর্তীতে 2021 সালের জুলাই মাসে ইউনিয়নের সন্তান ঢাকা ১৪ আসনের উপনির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত হলে তিনি উক্ত ব্রিজ টি নিয়ে কাজ করা শুরু করেন, পরবর্তী সময়ে বিআইডব্লিউটি, রোডস এন্ড হাইওয়ে, মেট্রোরেল সহ সকল দপ্তরের অনাপত্তি নিয়ে , ২০২৪ সালের ১১ ই জানুয়ারি দৈনিক জাতীয় পত্রিকায় টেন্ডার নোটিশ আহবান করা হয়, পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া শেষ করার মাধ্যমে NDE কোম্পানি ব্রিজ টির কাজ পায়, এবং তারা কার্যক্রম শুরু করার পরে হঠাৎ করে ২২/৯/ ২০২৪ ইং তারিখে বিআইডব্লিউটিএ উক্ত ব্রিজের কাজ স্থগিত রাখার জন্য চিঠি ইস্যু করে। উক্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ নদী শাসন আইন অনুযায়ী তুরাগ নদীকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করার কারণে ১২.২ মিটার নেভিগেশন উচ্চতায় বৃষ্টি নির্মাণ করতে হবে।

যার জন্য বিআইডব্লিউটিএ থেকে পুনরায় অন আপত্তি গ্রহণ করতে হবে।

এখানে উল্লেখ্য যে ৩০/৯/২০২১ সালে বিআইডব্লিউটিএ থেকে আনিত অনুভূতিতে ৭.৬ নেভিগেশন উচ্চতায় ব্রিজ টি তৈরি করার জন্য, অনাপত্তি দেওয়া হয়েছিল।

এবং সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, গাবতলী, বিরুলিয়া, কামারপাড়া, সহ অত্র নদীতে যে ব্রিজগুলো বাস্তবায়িত হয়ে আছে প্রতিটি ব্রিজই 7.6 নেভিগেশন উচ্চতায় নির্মিত হয়েছে।

এমতাবস্থায়, উক্ত ব্রিজ টির কাজ চলমান রাখার জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এর কাছে ব্রিজের কাজ চলমান রাখার জন্য স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আজ দিয়াবাড়ি চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত হলো শান্তিপূর্ণ  মানববন্ধন। এতে উপস্থিত ছিল কাউন্দিয়া ইউনিয়নের ছাত্রসমাজ যুবসমাজ পেশাজীবী সমাজ সহ সর্বস্তরের জনগণ। তাদের সকলের প্রাণের দাবি প্রদীপ এর নিচে অন্ধকার খ্যাত কাউন্দিয়া  ইউনিয়নের স্বপ্নের সেতু বাস্তবায়নের কাজ চলমান রাখা।

Leave a Reply