জাতীয়

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিব গ্রেফতার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, মন্ত্রী ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিবকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান নাজমুল হাসান পাপন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Leave a Reply