জাতীয়

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কের অস্থায়ী দোকান উচ্ছেদ

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কের অস্থায়ী দোকান উচ্ছেদরাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কের অস্থায়ী দোকান উচ্ছেদ

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কে গড়ে তোলা অস্থায়ী দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়। এ সময় মূল সড়কে মালামাল রেখে অনেক ব্যবসায়ী পালিয়ে যান। পরে পুলিশ মালামালগুলো জব্দ করে। এ সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা করছেন। অনেকে মূল সড়কের একটি অংশ দখল করে মালামাল রেখেও ব্যবসা করছেন। ফলে এ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কে যান চলাচল করে ধীরগতিতে। এমন পরিস্থিতি আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঘটনাস্থলে নিউমার্কেট থানার ওসি মহসীন উদ্দিন সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আজ সড়ক থেকে দোকান তুলে দেওয়া হচ্ছে। যাঁরা সড়কে দোকান বসাবেন, তাঁদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলে দেবেন আপনারা। সবাই তাঁদের চ্যালেঞ্জ করবেন। বলবেন, আপনারা (ব্যবসায়ীরা) এখানে দোকান রাখতে পারবেন না। এখানে দোকান রাখার কোনো সুযোগ নেই। ব্যবসায়ী যাঁরা আছেন, তাঁরা দোকান সরিয়ে নেবেন।’

পরে ওসি মহসীন উদ্দিন বলেন, আজ নিউমার্কেট এলাকার মূল সড়কে অস্থায়ীভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে এই অভিযান চালানো হচ্ছে। ধীরে ধীরে ফুটপাতে বসা দোকানগুলোও উচ্ছেদ করা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply