কলম্বিয়ান পপ স্টার শাকিরার বিরুদ্ধে ‘গান চুরি’র অভিযোগ তুলেছেন আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেলর সুইফট ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, টেইলর ভক্তরা বলছেন, তাদের পছন্দের শিল্পীর ‘ইরাস ট্যুর’-র পথ বেছে নিয়েছেন শাকিরা। যে কারণে টেইলরের রেকর্ড ভেঙে দিয়েছেন শাকিরা।
টেইলর প্রেমীদের অভিযোগ, নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, সত্যি টেইলরের গান চুরি করেছেন শাকিরা। টেইলরের ‘ক্রুয়েল সামার’ গানটি নকল করেই স্প্যানিশ ভাষায় শাকিরা ‘লাস মুজ়েরেস ইয়া নো লোরান’ গানটি তৈরি করেছেন। যার ইংরেজি অনুবাদ ‘উইমেন নো লংগার ক্রাই’ (মেয়েরা আর কাঁদবে না)।
৩৪ বছর বয়সী টেইলরকে পেছনে ফেলে ৪৭ বছর বয়সী শাকিরা খুব শিগগিরই নতুন গান নিয়ে বিশ্ব ভ্রমণে যাচ্ছেন। আর এরইমধ্যে শাকিরার নামে উঠেছে এমন অভিযোগ। যা শোরগোল ফেলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টেইলর প্রেমীরা দাবি করছেন, শুধু গান নয়, টেইলরের কোমর দোলানোর স্টাইলও নকল করেন শাকিরা।
আসন্ন মেস্কিকো ট্যুর নিয়ে এ মুহূর্তে অনুশীলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। সম্প্রতি নেটপাড়ায় এ নিয়ে একটি ভিডিও ফুটেজও আপলোড করেন সংগীতশিল্পী।
সেখানেও হানা দেন টেইলর প্রেমীরা। শাকিরাকে উদ্দেশ্য করে তারা মন্তব্যের ঘরে লেখেন, ‘মেয়েটাতো দেখছি নাচতে না পেরে পানিতে ঝাঁপ দিচ্ছে। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে?’
তবে টেইলর ভক্তদের সমালোচনা কিংবা গান চুরির অভিযোগ কোনো বিষয়েই এখন পর্যন্ত মন্তব্য করেননি শাকিরা। আসন্ন অনুষ্ঠানে সেরা পারফরম্যান্স দিতে অনুশীলনেই এখন পুরো মনোযোগী কলম্বিয়ান এ সংগীতশিল্পী।