বিনোদন

সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, সব বিশ্বাস করবেন না : মেহজাবীন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নির্যাতনের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী গৃহকর্মী। ভয়ঙ্কর নির্যাতনে তার সামনের পাটির চারটি দাঁত উপড়ে ফেলা হয়েছে, বীভৎসভাবে সারা শরীরে বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়েছে। 

যেই ঘটনায় সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গৃহকর্ত্রী দিনাত জাহান আদরের (২১) কঠোর শাস্তির দাবি করেছেন নেটিজেনরা।

এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গৃহকর্মী নির্যাতনের ঘটনা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

যেখানে তিনি বোঝাতে চেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, সব বিশ্বাস করবেন না। অভিনেত্রীর এমনটা বলার কারণ, গৃহকর্মী নির্যাতনে গ্রেপ্তার সেই নারী নিজের ফেসবুক হ্যান্ডেলে বিভিন্ন নীতিকথার স্ট্যাটাস দিতেন।

অভিনেত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে। তবে মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী।

সবশেষ ভক্তদের উদ্দেশে মেহজাবীন লেখেন, সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ। এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

নিউজ ডেস্ক:

Leave a Reply