জাতীয়

বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ চালুর বিষয়ে খবরটি গুজব

সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ চালুর বিষয়ে যে খবরটি ছড়িয়েছে তা গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ এবং লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সংযোগ দেয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

এতে আরও বলা হয়, কিছু প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করছে। তা থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। তাছাড়া, প্রয়োজনে গ্যাস বিতরণ কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গ্যাস সংকটের কথা উল্লেখ করে ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। পরে ২০১৩ সালের শেষের দিকে আবাসিকে গ্যাস সংযোগ চালু করা হয়। তবে ২০১৪ সালের পর জ্বালানি বিভাগ গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে আবাসিকের নতুন আবেদন নিতে নিষেধ করে। এরপর ২০১৯ সালে লিখিতভাবে আবাসিক সংযোগ স্থগিত রাখার আদেশ জারি করা হয়।

Leave a Reply