নারী বিশ্বকাপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ স্টেডিয়ামে সেই লড়াইয়ে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে খেলবে আজকে। সোবহানা মুশতারির জায়গায় দিলারা আক্তারকে নেওয়া হয়েছে একাদশে।
দারুণ এক গ্রীষ্ম কাটিয়ে বিশ্বকাপে এসেছে ইংল্যান্ড। পাকিস্তানকে ধবলধোলাই করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। তবে লঙ্কা সিরিজে অঘটনের এক হারও দেখেছে ইংলিশ নারীরা। আরব আমিরাতে গা-গরমের ম্যাচে সহজে হারিয়েছে কিউইদের।
বাংলাদেশ একাদশ: সাথী রানী, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
ইংল্যান্ড একাদশ: মাইয়া বাউচিয়ার, ড্যানিয়েল ওয়াট-হজ, এলিস ক্যাপসি, ন্যাট স্কিভার-ব্রান্ট, হিদার নাইট (অধিনায়ক), অ্যামি জোন্স (উইকেটরক্ষক), ড্যানিয়েল গিবসন, সোফি একলেস্টোন, শার্লট ডিন, সারাহ গ্লেন ও লিনসে স্মিথ।