খেলাধুলা

হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী, এমন স্বপ্নে বিভোর বাংলাদেশের অনেক ফুটবলপ্রেমী। সে স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে গিয়েছিল বাফুফে এবং হামজা। ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্টও হাতে পেয়েছেন তিনি। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। বাকি ছিল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন। এই দুটি পেলেই লাল-সবুজ জার্সিতে খেলা নিশ্চিত হতো বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলারের।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাফুফের নির্বাহী কমিটির সভাতেও এক প্রকার সিদ্ধান্ত নেয়া হয় নভেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে। এখন পর্যন্ত প্রতিপক্ষ ঠিক না হলেও, নিজেদের কাজ এগিয়ে রাখছে বাফুফে।

এমন সব সুখবরের মাঝে হামজাকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, লেস্টার সিটির অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার। খুব সম্ভবত কাঁধের হাড় সরে গেছে। এতে করে আগামী মাসের উইন্ডোতে তাকে পাওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা।

লেস্টার সিটির কোচ স্টিভ কুপার ২৭ বছর বয়সী এ ফুটবলারের চোট নিয়ে বিবিসিকে জানিয়েছেন, হামজা বড় চোটেই পড়েছে। কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি, এটা যেমন ভাবছি, অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কত দিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনো।

তিনি আরও বলেন, এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়। আমি তার যাত্রাকে সম্মান করি। সে যে একজন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।

নিউজ ডেস্ক:

Leave a Reply