সারাদেশ

যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী সোহাগ মাঝি গ্রেফতার

পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে একাধিক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী সোহাগ মাঝিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ২:২০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ মাঝি লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা।

পটুয়াখালী জেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন জানান, কুখ্যাত সন্ত্রাসী সোহাগ মাঝি ধর্ষণ, ডাকাতি, অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলার সাথে জড়িত। এছাড়া তিনি বেশকিছুদিন এলাকায় চাঁদাবাজি এবং অপরাধমূলক কাজের নেতৃত্ব দিয়ে আসছিলো। যার কারনে এলাকার সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে এবং পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।

তিনি আরো বলেন, বর্তমানে সোহাগ মাঝিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply