Topসারাদেশ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রাকেরই চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয় প্রান্তে যাত্রীবাহী বাসসহ অনেক যানবাহন আটকে পড়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকায় তরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা শোনার পর হাইওয়ে পুলিশের একটি টিম নিয়ে সেখানে যাই। দুর্ঘটনার পর থেকে মহাসড়কের উভয় প্রান্তে অনেক যানবাহন আটকে আছে। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

নিউজ ডেস্ক:

Leave a Reply