সারাদেশ

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবিদার দুই জন

কান্তনগর বিনয়ভূষন হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবীদার দুই শিক্ষক, পদের দ্বন্দ আর নানা অনিয়মের কারণে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের দেখা মিললেও দুই-একজন শিক্ষক ব্যতিত অন্যদের পাওয়া যায়নি।

এসময় উপস্থিত শিক্ষক আবু হোসেন সরকার জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্শদেনা মোতাবেক কাগজে কলমে তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কিন্তু প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক তপন কুমার বকশী নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। এ কারণে শিক্ষার্থীদেরও নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি।

এবিষয়ে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার তপন কুমার বকশীকে প্রতিষ্ঠানে না পেয়ে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কমিটি সংক্রান্ত জটিলতায় দ্বন্দে জর্জরিত। এবং প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে সাময়িক কার্য সম্পাদনের নিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানে দুজন শিক্ষক (আবু হোসেন সরকার ও তপন কুমার বকশী) উভয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিজেদের দাবি করে আসছেন।

একারণে এর বিরূপ প্রভাব পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও। বাড়ছে বিশৃঙ্খলা, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ।

শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠানটি যেন অভিভাবক থাকতেও এতিম হয়ে গেছে। প্রতিষ্ঠানের দুজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় একজন একটা নোটিশ দিলে আরেকজন পাল্টা নোটিশ দিয়ে বসেন। এভাবে পাল্টা পাল্টি নির্দেশনার কারণে প্রতিষ্ঠানে সবসময় বিশৃঙ্খলা লেগেই থাকে।

এদিকে প্রতিষ্ঠানে শিক্ষার মান ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে, ভাঙ্গা চালের নিচে ক্লাস চলা কালীন বৃষ্টিতে ভিজতে হয়, মেয়েদের কমনরুম নেই এমন অসংখ্য সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। কিন্তু সেদিকে কারো নজর নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অনতিবিলম্বে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সকল অনিয়ম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্বন্দ নিরসনে একজন বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্ধারণ করে তার পদায়ন নিশ্চিত করারও দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগী সচেতন মহল।

নিউজ ডেস্ক:

Leave a Reply