হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ধর্মগুরু ও বিজেপির নেতার কটূক্তি ও বাজে মন্তব্য করার প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা ঈমান আক্বিদাহ্ সংরক্ষণ কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকার গোলচত্তর মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এসে বক্তারা ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজিপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির ও ভারতের পণ্য বর্জনের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নূর হোসাইন নূরানীর সভাপতিত্বে ব্যাপক নেতাকর্মী উপস্থিত ছিলেন।