নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ভাগ্নে এবং মহাদেবপুরের সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে পুলিশ আটক করেছে।
নওগাঁ সদর থানা পুলিশের সহযোগিতায় মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড মাছের মোড় জীবনের দোকানের কাছ থেকে তাকে আটক করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী অভিযানে নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, নওগাঁ সদর থানায় দায়ের করা জেলা বিএনপির অফিস ভাংচুর ও নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাঈদ হাসান তরফদার শাকিলের বিরুদ্ধে অস্ত্রবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, দলবাজি ও নাশকতা প্রভৃতি অভিযোগ রয়েছে। এ ব্যাপারে যৌথবাহিনী কাজ করছে।
সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের গ্রেপ্তারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। শাকিল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার গ্রেপ্তারের খবরে দলের অন্যান্য নেতারা গা ঢাকা দিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত হওয়া উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান বৃহস্পতিবার নির্ধারিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত হননি।
তারা হলেন- এনায়েতপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঞা, রাইগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আরিফুর রহমান, খাজুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল উদ্দিন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদান নবী রিপন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী শিবনাথ মিশ্র।
গত ইউপি নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল কাস্টিং ভোটের ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পেলেও ইভিএম মেশিনের কারসাজিতে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ হাসান তরফদার শাকিলকে নির্বাচিত ঘোষণা করার পর থেকেই এনিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল। চেয়ারম্যান শাকিলের গ্রেপ্তারের খবরে তারা আনন্দ প্রকাশ করছেন।