Topসারাদেশ

শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও ৬০টি গুলি উদ্ধার

শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও ৬০টি গুলি উদ্ধারশ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও ৬০টি গুলি উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ১টি আগ্নেয়াস্ত্র ও ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল চারটার দিকে উপজেলার শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের ফুলতলার মনির হোসেনের বাড়ি–সংলগ্ন কাঁচা রাস্তার ওপর থেকে এসব গুলি ও শুটারগানটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় হায়বাতপুর গ্রামের ফুলতলার কাঁচা রাস্তার ওপর থেকে চায়না রাইফেলের ৬০টি গুলি এবং মামলার আলামত হিসেবে ১টি শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেগুলো থানায় নিয়ে আসেন অভিযানে থাকা পুলিশ সদস্যরা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিন বিকেলে শ্যামনগর থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে সব সরকারি অস্ত্র ও আলামত হিসেবে উদ্ধার করা অস্ত্রশস্ত্র অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিউজ ডেস্ক:

Leave a Reply