সারাদেশ

নিখোঁজের তিন দিন পর বাঁশঝাড়ে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

নিখোঁজের তিন দিন পর বাঁশঝাড়ে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশনিখোঁজের তিন দিন পর বাঁশঝাড়ে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বুজরুক গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড়ের বাঁশের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের একটি চোখে পোকা ধরেছিল। ৪৮ ঘণ্টা আগে ওই ব্যবসায়ী মারা গেছেন বলে ধারণা পুলিশের। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত নুর আলম (২৫) সদর উপজেলার বুজরুক গ্রামের এবন মণ্ডলের ছেলে। মঙ্গলবাড়ি বাজারে তাঁর গার্মেন্টস পণ্যের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে নুর আলম তাঁর নিজ বাড়ি থেকে খাবার নিয়ে দোকানের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ বুধবার দুপুর ১২টার দিকে বুজরুক গ্রামের খেলার মাঠের উত্তর দিকে এক বৃদ্ধ নারী বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি দ্রুত এসে প্রতিবেশীদের ঘটনাটি জানান। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, তিন দিন ধরে নুর আলম নিখোঁজ ছিলেন। তবে তাঁর নিখোঁজের ঘটনাটি থানায় জানানো হয়নি। আজ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি হত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজ ডেস্ক:

Leave a Reply