খুলনায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ নভেম্বর) নগরীর বয়রা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে আর কে মেডিকেল হলকে চার হাজার টাকা, সন্ধানী মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা ও মেসার্স সাজু ফার্মেসিকে ৫ হাজার ৫০০ টাকা, মোল্লা স্টোরকে দুই হাজার টাকা ও মিন্টু স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শরীফা সুলতানা, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, ক্যাব সদস্য জেড এন সুমন উপস্থিত ছিলেন।