সারাদেশ

শিক্ষার্থীদের সহায়তায় পরিষ্কার করা হচ্ছে চাঁদপুর শহরের এসবি খাল

শিক্ষার্থীদের সহায়তায় পরিষ্কার করা হচ্ছে চাঁদপুর শহরের এসবি খালশিক্ষার্থীদের সহায়তায় পরিষ্কার করা হচ্ছে চাঁদপুর শহরের এসবি খাল

চাঁদপুর শহরে অবস্থিত এসবি (শ্রীরামদী-বিষ্ণুদী) খালটি পরিষ্কার-পরিচ্ছন্নসহ অবৈধভাবে দখল থেকে উদ্ধারের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জাতীয় যুব দিবস উপলক্ষে প্রতিটি জেলায় একটি খাল পরিষ্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়। আজ শনিবার সকাল ১০টায় মুন্সেফপাড়া এলাকার অংশ থেকে খালের পরিষ্কার–পরিচ্ছন্ন ও উদ্ধার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই উদ্যোগে চাঁদপুর পৌরসভাসহ স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি ও নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্মীরা অংশ নেন। এর নেতৃত্বে দেন জেলা প্রশাসক।

পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এ খালটি পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা হচ্ছে। এতে তাঁদের সংগঠনের ৫০ সদস্য অংশগ্রহণ করেছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘এই খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সঙ্গে এবং আরেক অংশ ডাকাতিয়া নদীর সঙ্গে। তবে মেঘনা নদীর অংশ ধীরে ধীরে এলাকার প্রভাবশালীরা ভরাট করে ফেলেন। ডাকাতিয়া নদীর অংশ পরিষ্কারে আমরা কাজ শুরু করেছি।’

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, ‘শহরের পানিনিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। বর্ষার সময় শহরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় আমাদের সদস্যরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেছেন।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারা দেশে খাল পরিষ্কার করা হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটিকে নির্ধারণ করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিষ্কার করা হবে। আগামী দিনে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে। তবে এর জন্য এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি তাঁদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে আমাদের এ কাজে সবচেয়ে বেশি ছাত্র ও যুবসমাজ এগিয়ে এসেছে। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। এই কাজ আগামী ১৫ দিন চলমান থাকবে।’

নিউজ ডেস্ক:

Leave a Reply