খেলাধুলা

অবশেষে ম্যানইউ থেকে বরখাস্ত হলেন টেন হ্যাগ

গত মৌসুমেই ছিল চাকুরী হারানোর শঙ্কা। তবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় চাকুরী টিকে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের। চলতি মৌসুমের বাজে পারফরম্যান্সে শেষ পর্যন্ত ছাঁটাই হলেন এই ডাচ কোচ।

রোববার (২৭ অক্টোবর) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হারে ম্যানইউ। এই হারের পর টেন হ্যাগকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয়।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ। বিবৃতিতে বলা হয়েছে, ‘এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে ছেলেদের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের মেয়াদে যা কিছু করেছেন সেজন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রুদ ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে।’

২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন টেন হ্যাগ। তবে গত মৌসুমের পারফরম্যান্সের পর্যালোচনার পরে ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। অর্থাৎ ওল্ড ট্রাফোর্ডে তার মেয়াদ ছিল আরও ২১ মাস। কিন্তু মাঝপথেই চলে যেতে হচ্ছে এই ডাচ কোচকে।

নিউজ ডেস্ক:

Leave a Reply