জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৬০ লাখ টাকার ১৯৫টি মূল্যবান স্মার্টফোন ও ১ লাখ ৫৭ হাজার টাকা।
শুক্রবার নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার টমটম ব্রীজ এলাকার রাব্বির ছেলে কবির হোসেন ও দেবিদার উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে রিপন।
পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমের কয়েকটি তালা কেটে মূল্যবান স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে পুলিশ কবির নামে একজনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।