বিনোদন

আতিফ আসলামের কনসার্টের বিস্তারিত জানালেন প্রীতম দে

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম বাংলাদেশে আসছেন। রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। দর্শকদের তুমুল আগ্রহ থাকায় কনসার্টটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে।

প্রীতম দে সময় সংবাদকে বলেন, ‘যদি টাইমের দিক দিয়ে দেখি, তবে আমরা অনেক এগিয়ে আছি। আর সিকিউরিটি বিষয়ে বলব, বর্তমানে এ বিষয়টির প্রতি আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।

প্রীতম দে আরও বলেন, ‘বাকি এরেঞ্জমেন্টের মধ্যে আমাদের টিকিট অলরেডি সোল্ড আউট; তাই এখন আমরা পারমিশন ও ভিসা নিয়ে কাজ করছি।’
চার জন সংগীতশিল্পীকে নিয়ে ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের আয়োজন। এর মূল আকর্ষণ আতিফ আসলাম মঞ্চে দুই ঘণ্টা এবং অন্য তিন শিল্পী এক ঘণ্টা দর্শকদের গান শোনাবেন। আতিফ আসলাম মঞ্চে উঠবেন রাত ৮টায়। তিনি ১০টা পর্যন্ত শ্রোতাদের গান শোনাবেন। দর্শকদের সাথে এ আয়োজন উপভোগ করবেন কনসার্টের আয়োজক, স্পন্সর এবং বেশকিছু সেলিব্রেটি।
 
কনসার্টের ভেন্যু আর্মি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজার হলেও ১২ হাজার দর্শকে সীমাবদ্ধ রাখছেন আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
 
দর্শকদের একটি নির্বিঘ্ন ও আন্তর্জাতিকমানের আয়োজন উপহার দিতে দুপুর ১টায় গেট খুলে দেয়া হবে। তবে সন্ধ্যা ৬টার পর আর কেউ কনসার্টে প্রবেশ করতে পারবেন না। টিকিট থাকলেও কিংবা বিশেষ অতিথি হলেও এমন কঠোর সিদ্ধান্ত মেনে চলা হবে নিরাপত্তার খাতিরে।

Leave a Reply