সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হানিফ লক্ষীপুরের রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন ড্রাইভার।

নিহতের স্বজনেরা জানায়, হানিফ বৃহস্পতিবার বিকেলে উবার কলের মাধ্যমে কুমিল্লা থেকে এয়ারপোর্টের উদ্দেশে যাত্রী নিয়ে আসার জন্য বাসা থেকে রওনা হন। রাত পেড়িয়ে গেলে আর বাড়িতে ফিরেনি।

রাতে কোনো এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর তার ডাকাত দলের সদস্যরা তার গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছেন সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply