খেলাধুলা

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, জাকের আলীর অভিষেক

নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সকাল ১০টায় শুরু হতে যাওয়া টেস্টে অবশ্য টস ভাগ্যকে পাশে পেয়েছে টাইগার অধিনায়ত নাজমুল হোসেন শান্ত। আর টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) শুরু হওয়া এই টেস্টে অবশ্য বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের না খেলার ইস্যু এবং তা নিয়ে সাকিব ভক্ত ও বিরোধীদের জলঘোলা হওয়াটাই নজরে এসেছে বেশি। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টেস্ট দলে নতুন মুখ হিসেবে অভিষেক হচ্ছে তরুণ ক্রিকেটার জাকের আলীও। মুশফিকুর রহিমের হাত থেকে টেস্ট ক্যাপ নেওয়া জাকের ১০৫তম টেস্ট ক্রিকেটার হলেন।

এদিকে রীতিমতো লম্বা সময় পর মিরপুরের ফিরলো টেস্ট ক্রিকেট। বাংলাদেশের টেস্টে শেষ দুই সিরিজের পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি আর ভারত সফর দুঃস্বপ্নের। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ তাই প্রোটিয়াদের হারিয়ে ভালো শুরু করতে চায়। অবশ্য এক্ষেত্রে পরিসংখ্যানকে পাশে পাচ্ছে বাংলাদেশ। কারণ উপমহাদেশের মাটিতে যে ২০১৫ সালের পর টেস্ট জেতেনি প্রোটিয়ারা। এখন দেখা যাক এই টেস্টে এইডেন মার্করামের দল তা পরিবর্তন করতে পারে কি না।

বাংলাদেশ দলে এই ম্যাচে একমাত্র পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

নিউজ ডেস্ক:

Leave a Reply