সারাদেশ

ফুলবাড়ীতে বউ মেলা, ঢুকতে পারেননি পুরুষরা

শুক্রবার (১৭ অক্টোবর) ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বউ মেলা। তবে এ বছর এই মেলায় পুরুষদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়, যা উপস্থিতি বাড়িয়ে দেয় নারীদের।

এ মেলার আয়োজন করে স্থানীয় নারীরা, যেখানে তাদের হাতে তৈরি পণ্য, পোশাক ও বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়। নারীরা এই মেলায় নিজেদের শিল্পকর্ম ও সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরতে পারে। মেলায় প্রবেশের ক্ষেত্রে পুরুষদের নিষেধাজ্ঞা অনেক নারীর মধ্যে উৎসাহ সৃষ্টি করে, ফলে মেলায় জনসমাগম বাড়ে।

মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন গুণী শিল্পীদের পাশাপাশি স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তারা নিজের হাতে তৈরি পণ্য বিক্রি করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।

মেলার উদ্যোক্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও তাদের কাজের প্রশংসা করার সুযোগ সৃষ্টি হচ্ছে। তারা আরও বলেন, নারীরা যদি একত্রিত হয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করে, তবে সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে।

অনেকে বলেন, মেলার মাধ্যমে নারীরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সক্ষম হয়েছেন। পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও, নারীরা নিজেদের স্বাভাবিক পরিবেশে এই উৎসব উপভোগ করেছেন।

মেলা চলাকালীন স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কঠোর রেখেছিল, যাতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয়। এবারের বউ মেলা ছিল গত বছরের তুলনায় আরও সফল এবং আনন্দময়।

এ ধরনের উদ্যোগ সমাজে নারীদের প্রতি মনোভাব পরিবর্তনের পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্ক:

Leave a Reply