পিরোজপুরের নাজিরপুর ২নংমালিখালী ইউনিয়নের লড়া মাধ্যমিক বিদ্যালায়ের কারিগরি শিক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায় ২নং মালিখালী ইউনিয়নের লড়া মাধ্যমিক কারিগড়ি শিক্ষা শাখার শিক্ষক দীপঙ্কর সমাদ্দার রিপাশ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে সার্টিফিকেট এর রমরমা বানিজ্য করে আসছিল। তার ক্ষমতার দাপটে কেউ কোন কথা বললেই তার গায়ে হাত দিতেও দিধাবোধ করতো না শিক্ষক রিপাস।
শিক্ষার্থীরা বলেন তার কথামত টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দিবে বলেও হুমকি দিত।
এছাড়াও শিক্ষক দীপঙ্কর সমাদ্দার রিপাস কোন ক্লাস নিত না। স্কুলের নিয়ম অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত থাকলেও দীপঙ্কর সমাদ্দার রিপাস ১ ঘন্টার বেশি স্কুলে থাকত না ।
যে শিক্ষক তার বিরুদ্ধে কথা বলতো তাকেই তার গোপন কক্ষে নিয়ে গিয়ে চালাতো অমানবিক নির্যাতন তার সাথে সাদা ষ্ট্যাম্পে নিয়ে রাখতো স্বাক্ষর।
শুধু শিক্ষার্থীরাই তার কাছে জিম্মি নয় তার কাছে জিম্মি স্কুলের শিক্ষকরাও দিতে হত প্রতি মাসে চাঁদা নির্দিষ্ট পরিমান চাঁদা ।
দীপঙ্কর সমাদ্দার এতটাই বেপরোয়া ছিল যে তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না অন্যান্য শিক্ষক।
এই শিক্ষকের হাত থেকে মুক্তি চায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।